Bangladeshi App প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিন 

Salim Mahamud

Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ
Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ

Bangladeshi App প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ নিন 

বর্তমান সময়ে এসেও যদি আপনি প্রতিদিন একটি নিদিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে না পারেন তবে আপনি অনেকটাই পিছিয়ে পড়েছেন অন্যদের তুলনায়। আপনি কি জানেন এখন প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করাটা খুব বড় কিছু না? একটু চেষ্টা করলেই নিজের স্কিল ও প্রচেষ্টার মাধ্যমে আপনিও প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারেন।

অনেকেই আছেন যারা অনলাইনে কাজ করতে চান তবে কোথায় এবং কিভাবে করবেন সেটার যথাযথ গাইডলাইন পাচ্ছেন না কিংবা পেয়েও শুরু করছেন না। তাদের পিছিয়ে পড়ার মানসিকতা পরিবর্তন ঘটিয়ে আজকে এই আর্টিকেলের মাধ্যমে এমন কিছু অ্যাপ সম্পর্কে জানাবো সেখান থেকে আপনিও ভালো পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ পেমেন্ট এমনই কিছু বিশেষ ধরণের সুযোগের সন্ধানে যদি আপনি থেকে থাকেন তবে আপনার চিন্তা মুক্তির কারণ এই আর্টিকেলটি অবশ্যই হতে পারে। 

আজকের বিশেষ এই আর্টিকেলটির মাধ্যমে Bangladeshi app সম্পর্কে জানাবো যেখান থেকে আপনি প্রতিদিন 1000 টাকা ইনকাম করতে পারবেন এবং পেমেন্ট গ্রহণ করতে পারবেন বিকাশ এর মাধ্যমে। ব্যাপারটা দারুন না? তাহলে চলুন দেখে নেয়া যাক সেই অ্যাপ গুলো সম্পর্কে। 

Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ-এ 

এটা ইতিমধ্যে সকলেরই জানা যে, এখন প্রায় সকল ধরণের প্ল্যাটফর্মে পেমেন্ট গ্রহণ করা যায় বিকাশের মাধ্যমে। আর যেখান থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া না যায় সেখানেও বিভিন্ন 3rd party প্ল্যাটফর্মের সাহায্যে বিকাশের মাধ্যমে পেমেন্ট নেয়া যায়। 

তো পেমেন্টের বিষয় তো পরে আসবে, প্রথম ব্যাপার হলো এমন অ্যাপ এর খোজ যেখানে কাজ করে ইনকাম করা যায়। এবারের আর্টিকেলের বিষয়বস্তু “Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ গ্রহণ” এর মূল উদ্দেশ্যই হলো আপনাকে এমন কিছু বাংলাদেশি অ্যাপ সম্পর্কে জানানো। এই পর্যায়ে একেক করে সেই অ্যাপ গুলো সম্পর্কে জানাবো এবং কিভাবে কাজ করবেন তার ব্যাসিক একটা ধারণা দিবো। চলুন শুরু করা যাক। 

দারাজ বাংলাদেশ থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম 

বাংলাদেশে বর্তমানে ১ নাম্বার লিডিং ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আধিপত্য বিরাজ করছে দারাজ। Daraz Bangladeshi App প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ এ পেমেন্ট নিতে আপনাকে দুইটা পথ অবলম্বন করতে হবে। সেগুলো হলো: 

অ্যাফিলিয়েট প্রোগ্রাম 

আপনাকে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে হবে। এটা এমন এক সার্ভিস যেখানে যেকেউ দারাজে থাকা পণ্য গুলো বিক্রি করতে সাহায্য করার জন্য একটি নিদিষ্ট হারে কমিশন প্রদান করে থাকবে। বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন রকমের কমিশন প্রদান করে থাকে। 

এক্ষেত্রে আপনাকে কম্পিউটার থেকে দারাজের ওয়েবসাইট হতে অ্যাফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হতে হবে। সেখানে ফরম পূরণ করে অপেক্ষা করবেন আপনার রিকোয়েস্টটি গ্রহনযোগ্য হলে আপনাকে মেইলের মাধ্যমে জানাবে। 

তারপর থেকেই আপনি দারাজে অ্যাফিলিয়েট ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট সিলেক্ট করে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন। 

Daraz Seller 


দারাজ থেকে টাকা ইনকাম করার আরেকটা উপায় হলো দারাজে সেলার হিসেবে যুক্ত হওয়া। আপনার যদি একটি ব্যবসা থাকে কিংবা আপনি যেকোনো মাধ্যমে প্রোডাক্ট সোর্সিং করে দারাজে বিক্রি করতে চান এক্ষেত্রে আপনাকে দারাজে সেলার একাউন্ট খুলতে হবে। 

দারাজে সেলার একাউন্ট খোলা খুব সহজ, একবার আপনার শপ দারাজে লিস্টেড হয়ে গেলে সেখানে আপনি নিজের পণ্য গুলো লিস্ট করবেন। দারাজ থেকে কেউ আপনার পণ্য ক্রয় করলে আপনি সেই অর্ডারটি সম্পন্ন করবেন এবং এভাবেই আপনি প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন। 

ফুডপান্ডা – অ্যাপ থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম 

বাংলাদেশে অন্যতম লিডিং অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম হিসেবে মেতে আছে ফুডপান্ডা। ফুডপান্ডার বাংলাদেশ যাত্রা শুরু হয়েছিলো ২০১৩ সালে। শুরুর ৭ বছরের মধ্যেই তারা পৌছে গেছে বাংলাদেশের ৬৪ টি জেলায়। 

তা যাই হোক, ফুডপান্ডার মাধ্যমে আয় করতে আপনাকে দুইটা পথ অবলম্বন করতে হবে। ১) ফুডপান্ডার ডেলিভারি রাইডার হওয়া। ২) ফুডপান্ডায় অনলাইন রেস্টুরেন্ট খুলে খাবার বিক্রি করা। 

ফুডপান্ডা রাইডার 

রাইডার হওয়ার জন্য আপনাকে ফুডপান্ডা রাইডার অ্যাপটি ইন্সটল করতে হবে। তারপর যে এরিয়াতে আপনি থাকেন কিংবা কাজ করতে চান সেটা সিলেক্ট করবেন এবং NID কার্ড ভেরিফাই করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। উল্লেখ্য যে, আপনার অবশ্যই একটি সাইকেল কিংবা মোটরসাইকেল থাকতে হবে। ফুডপান্ডায় আপনি সার্ভিস ম্যান হিসেবে পার্ট টাইম কিংবা ফুলটাইম জব করতে পারেন। 

অনলাইন রেস্টুরেন্ট 

ফুডপান্ডায় আরেকটি আয়ের দারুন উপায় হলো রেস্টুরেন্ট দেয়ার মাধ্যমে ব্যবসা করা। এখানে আপনি সেলার হিসেবে একাউন্ট খুলবেন এবং যখন কেউ আপনার অনলাইন শপ থেকে খাবার অর্ডার করবে তখন আপনি খাবার তৈরি করে ডেলিভারি ম্যানদের কাছে হস্তান্তর করবেন, ব্যাস শেষ। 

আপনাকে খাবার নিয়ে কোথাও যেতে হবে না, ফুডপান্ডার লোক এসে আপনার কাছ থেকে খাবার নিয়ে যাবে। এভাবে আপনি Bangladeshi App FoodPanda থেকে প্রতিদিন 1000 টাকা ইনকাম কেনো আরো বেশি ইনকাম করতে পারবেন এবং পেমেন্ট বিকাশে নিয়ে পারবেন। 

পাঠাও (Pathao) – অ্যাপ থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম 

আপনার কি একটি মোটরসাইকেল আছে? That’s Enough! আপনি জাস্ট একটি অ্যাপ ইউস করে সাইড শেয়ারিং এর মাধ্যমে ইনকাম করতে পারবেন। জীবনে হয়ত অনেকজনকে ফ্রীতে রাইড দিয়েছেন্ম কিন্তু এখন একটি নিয়মের মধ্য দিয়ে একই কাজ করার জন্য পেমেন্ট পাবেন। 

এক্ষেত্রে প্রথমেই আপনাকে গুগল পে স্টোর থেকে পাঠাও অ্যাপ ইন্সটল করে নিতে হবে। উল্লেখ্য যে, শুধু পাঠাও অ্যাপ ই নয়, রাইড শেয়ারিং করে আয় করার এমন আরো অনেক অ্যাপ রয়েছে যেমন Uber. রাইড শেয়ারিং করে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে উক্ত আর্টিকেলটি অনুসরণ করুন। 

যাইহোক, অ্যাপটি ইন্সটল করার পর সেখানে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস সাবমিট করে রেজিস্ট্রার রাইডার হয়ে যাবেন এবং অ্যাপ থেকে আপনার রাইডার খুজে পাবেন এবং রাইড করিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এই পদ্ধতিতে কেবল প্রতিদিন ১০০০ টাকাই নয়, বরং এর চেয়ে অনেক বেশি টাকাও আয় করতে পারবেন। 

Small Worker অ্যাপ থেকে থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম 

অনলাইনে এমন অনেক কাজ রয়েছে যেগুলো তুলনামূলক সহজ ও সল্প সময়ের, পাশাপাশি প্রয়োজন হয় না খুব বেশি দক্ষতারও – এমনই কিছু কাজ করে অনলাইনে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে চাইলে সে ব্যবস্থা করে দিচ্ছে Small Worker নামক প্ল্যাটফর্মটি। 

এখানে আপনি যে সকল কাজ করে টাকা ইনকাম করতে পারবেন সেগুলো হলো: 

  • ওয়েবসাইট ভিজিট জবস, 
  • ভিডিও ওয়াচ জবস, 
  • রিভিউ জবস, 
  • কমেন্ট জবস, 
  • কনটেন্ট রাইটিং জবস, 
  • এসইও জবস 
  • লোগো মেকিং

এখানে বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য কিছু জবসের কথা বলা আছে এগুলো ছাড়াও রয়েছে আরো অনেক কাজ যেগুলো করে এখান থেকে ইনকাম করতে পারবেন। তাছাড়া রয়েছে রেফারেল আর্নিং ও সাইনআপ আর্নিং এর ব্যবস্থাও। 

পেমেন্ট তোলা নিয়ে কোনো প্রকার টেনশন এখানে নেই। কেননা এখান থেকে টাকা তুলতে পারবেন Paypal, Skrill, Coinbase এবং বিকাশ এর মাধ্যমে। উল্লেখ্য যে, এই প্ল্যাটফর্মে একটা ব্যক্তি কেবল একটা একাউন্টই খুলতে পারবেন। 

Self অ্যাপ থেকে প্রতিদিন ১০০০ টাকা ইনকাম 

Self এমন একটি অ্যাপ যেখানে ১টি নয় বরং অনেক গুলো উপায়ে এখান তজেকে টাকা ইনকাম করতে পারবেন। সেলফ থেকে টাকা ইনকাম করতে আপনাকে প্রথমেই সেখানে একাউন্ট তৈরি করতে হবে। এক্ষেত্রে ৩ ধরণের একাউন্ট রয়েছে।

১) কাস্টমার একাউন্ট – রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা 

২) বিজনেস একাউন্ট – রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা 

৩) প্রোফেশনাল আর্নিং একাউন্ট – রেজিস্ট্রেশন ফি ২০০০ টাকা 

এখানে যেসকল কাজের মাধ্যমে আয় করতে পারবেন সেগুলো হলো: 

  • এফিলিয়েট মার্কেটিং
  • ডিজিটাল মার্কেটিং
  • রিসেলিং বিজনেস
  • মোবাইল রিচার্জ বিজনেস 
  • ইন্টারনেট অফার ড্রাইভ প্যাক বিজনেস 
  • ভেন্ডরশীপ নিয়ে নিজস্ব পণ্য নিয়ে কাজ করতে পারবেন। 
  • এয়ার টিকেট/বিমান টিকেট বিজনেস। 
  • রেফার করে আয়। 
  • টাকা ইনভেস্ট করে ইনকাম।

এখানে মূলত কাস্টমার একাউন্ট খোলার পরেই গুটিকয়েক উপায়ে আয় করার ব্যবস্থা থাকলেও মূল আয়ের উৎস শুরু হয় বিজনেস একাউন্টের মাধ্যমে। এবং এখানে উপার্জিত সকল টাকা বিকাশ অ্যাপ দ্বারা তুলতে পারবেন। 

বিঃদ্রঃ আপনি যে অ্যাপ ব্যবহার করেই আপ করেন না কেনো, অ্যাপ সম্পর্কে নিজে থেকে ভালো ভাবে রিসার্চ করে নিবেন। এটি কোনো স্পন্সর আর্টিকেল নয়, তাই কোনো অ্যাপ এর সাথে আমাদের ওয়েবসাইট কোনো ভাবে জড়িত নেই। ইনকাম সংক্রান্ত সকল ব্যাপার আপনার নিজ দায়িত্বের উপর নির্ভর করবে।

মন্তব্য 

এখানে কিছু Bangladeshi App সম্পর্কে জানিয়েছি যেখান থেকে প্রতিদিন 1000 টাকা ইনকাম করে পেমেন্ট বিকাশ এ নিতে পারবেন। তবে বলে রাখা ভালো যে, আপনি প্রতিদিন ১০০০ টাকা ইনকাম করতে পারবেন কি-না এটা একান্ত আপনার শ্রম ও চেষ্টার উপর নির্ভর করবে। এখান থেকে আপনি চাইলে ১০০০ টাকার বেশিও আয় করতে পারবেন আবার কমও। 

মনে রাখতে হবে অনলাইন হোক কিংবা অফলাইন কোথাও ই টাকা ইনকাম করা একেবারেই সহজ নয়। তবে স্মার্টলি কাজ করলে অনেকটা কম শ্রমেও বেশি টাকা ইনকাম করা যায়। আর এমনই স্মার্ট উপায় জানতে অনুসরণ করুন Online Taka Income ওয়েবসাইটটি। ধন্যবাদ।