ইউটিউব থেকে আয় করতে চায় কিংবা ইউটিউবের মাধ্যমে আয় করে এমন অনেকেই রয়েছে। কিন্তু আপনি কি জানেন এমন এক কাজ রয়েছে যা প্রতিটা ইউটিউব ইউজাররা করে এবং কোনো অর্থ ছাড়াই, তবে সে কাজটি একটু টেকনিক্যালি করলে বিনামূল্যে করা সে কাজটি করার মাধ্যমেও টাকা ইনকাম করতে পারবেন? জানতে ইচ্ছুক কোন সেই কাজ? সেটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব করা।
জী হ্যাঁ, আপনি ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করতে পারবেন। অবিশ্বাস্য মনে হচ্ছে? হওয়াটাই স্বাভাবিক কারণ, সাবস্ক্রাইব তো সকলে এমনিতেই করে আর এটার জন্য ইউটিউব থেকে কোনো অর্থ দেয়া হয় না। তাহলে কিভাবে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা সম্ভব?
রয়েছে, উপায় রয়েছে যে উপায় অনুসরণ করলে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা সম্ভব। এবং এই পুরো আর্টিকেলে সে বিষয়টিই উপস্থাপন করা হয়েছে।
সত্যিই কি ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা যায়?
হ্যাঁ, https://workupjob.com সাইট থেকে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার উপায় আছে। এই সাইটে “YouTube Subscribers” নামে একটি ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায়। এই কাজগুলোর মধ্যে রয়েছে:
- নির্দিষ্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করা
- নির্দিষ্ট ইউটিউব ভিডিওতে লাইক করা
- নির্দিষ্ট ইউটিউব ভিডিওতে কমেন্ট করা
- নির্দিষ্ট ইউটিউব ভিডিও শেয়ার করা
এই কাজগুলো সাধারণত খুব সহজ এবং কম সময়ের মধ্যে করা যায়। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। ইউজাররা তাদের উপার্জিত অর্থ দেশিও পেমেন্ট গেটওয়ে (নগদ) ব্যবহার করে তুলতে পারেন।
ওয়ার্কআপজব সাইটের মাধ্যমে ইউটিউবে সাবস্ক্রাইব করে আয় করার জন্য ব্যবহারকারীদের অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরির জন্য ব্যবহারকারীদের তাদের নাম, ইমেল ঠিকানা, মোবাইল নম্বর এবং জন্ম তারিখ প্রদান করতে হবে। অ্যাকাউন্ট তৈরির পর ব্যবহারকারীরা সাইটে তালিকাভুক্ত কাজগুলো দেখতে এবং করতে পারবেন।
তবে এতোটাও সহজ নয় আবার এখানেও শেষ নয়, রয়েছে আরো বেশ কিছু জানার বিষয় তাই পুরো আর্টিকেলটি মনযোগ দিয়ে পড়ুন যদি সঠিক ভাবে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করতে চান।
Work Up Job সাইট সম্পর্কে ব্যাসিক তথ্য
যেমনটা বলছিলাম ওয়ার্ক আপ জব নামক ওয়েবসাইটটির মাধ্যমে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা সম্ভব। এই কাজটি করতে হলে প্রথমে এই ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে এবং এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে একটি একাউন্ট খুলে নিতে হবে।
Work Up Job একটি মাইক্রোজব সাইট যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ডিজাইন করা হয়েছে। এই সাইটে বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ পাওয়া যায়, যেমন:
- জরিপ করা
- ছবি শ্রেণীবদ্ধ করা
- বিষয়বস্তু প্রচারে সহায়তা করা
- অ্যাপ ইন্সটল করা
- জিমেইল বিক্রি করা
এই কাজগুলো সাধারণত খুব সহজ এবং কম সময়ের মধ্যে করা যায়। প্রতিটি কাজের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হয়। ব্যবহারকারীরা তাদের উপার্জিত অর্থ বিকাশকারীর নিজস্ব পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে তুলতে পারেন।
Work Up Job সাইটের কিছু বৈশিষ্ট্য হল:
- সহজ এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস
- বিভিন্ন ধরনের কাজের সুযোগ
- দ্রুত পেমেন্ট
- নিরাপদ এবং সুরক্ষিত প্ল্যাটফর্ম
Work Up Job ওয়েবসাইটে Sign Up করার পদ্ধতি
সাইন আপ করার পদক্ষেপ গুলো এখানে বিস্তারিত ভাবে তুলে ধরা হলো:
প্রথমে আপনাকে Work Up Job ওয়েবসাইটে যেতে হবে। আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো ব্রাউজার ব্যবহার করে এটি করতে পারেন। ওয়েবসাইটে গেলে, আপনি ডানদিকের উপরের কোণে “Register” বাটমটি দেখতে পাবেন।
“Register” বোতামে ক্লিক করলে একটি নতুন Page খুলবে। এই পৃষ্ঠায় আপনাকে আপনার ব্যক্তিগত তথ্য প্রদান করতে হবে।
আপনার নাম, ইমেল ঠিকানা, পাসওয়ার্ড প্রদান করুন। এই তথ্যটি আপনার অ্যাকাউন্টে ব্যবহার করা হবে। পাশাপাশি ক্যাপচা পূরন ও I Agree to Workupjobs বাটনে টিক সাইন দিয়ে Create account অপশনে ক্লিক করুন। এটি আপনার অ্যাকাউন্ট তৈরি করবে।
আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে, আপনি আপনার ইমেলে একটি নিশ্চিতকরণ লিংক পাবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আপনার অ্যাকাউন্ট নিশ্চিত করতে হবে।
আপনার অ্যাকাউন্ট নিশ্চিত হওয়ার পরে, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন। লগ ইন করতে, ওয়েবসাইটে যান এবং “Login” বোতামে ক্লিক করুন। তারপরে, আপনার ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড প্রদান করুন।
ব্যাস আপনি ওয়েবসাইটে লগিন হয়ে গেছেন, এবার ড্যাশবোর্ডে চলে যাবেন।
Work Up Job সাইটে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার উপায়
১ম স্টেপ
ওয়েবসাইটে লগিন করা হয়ে গেলে আপনার ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার কাজের দিকে মনোনিবেশ করতে হবে। এর জন্য ড্যাশবোর্ড থেকে একটু নিচে গেলেই দেখতে পারবেন অনেক ধরণের কাজের লিস্ট রয়েছে।
ছবিটিতে দেখতে পারছেন এখানে রয়েছে বিভিন্ন ধরণের কাজের লিস্ট। কিন্তু এবারের আর্টিকেলটি যেহেতু বিশেষ করে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার উপায় সংক্রান্ত তাই কেবল ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার উপায় সম্পর্কেই জানাবো। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হলো:
সেখানে থাকা ক্যাটাগরি অপশন থেকে YouTube সিলেক্ট করে নিতে হবে। তাহলে কেবল ইউটিউবকে কেন্দ্র করে যত কাজ রয়েছে সেগুলো দেখাবে।
ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে ইউটিউব সংক্রান্ত যত কাজ রয়েছে তা আপনি লিস্ট দেখতে পারবেন। বুঝার সুবিধার্থে নিচের ছবিটি লক্ষ্য করুন।
এখানে দেখতে পারছেন ইউটিউব ভিউ, সাবস্ক্রাইব সংক্রান্ত অনেক গুলো কাজের কথা উল্লেখ্য করা আছে। পাশে ডলার চিহ্নে কতটা আয় করতে পারবেন সেটাও দেয়া রয়েছে। আপনার যেটা পছন্দ সেটায় ক্লিক করে কাজ শুরু করতে পারেন।
এবার এখান থেকে যেকোনো একটাতে ক্লিক করলে কাজের বিবরণ, মানে যে ভিডিও দেখতে হবে কিংবা যে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সেটার বিস্তারিত দেয়া থাকবে।
এবার আপনি এখান থেকে তথ্য নিয়ে চলে যাবেন সরাসরি ইউটিউবে। সেখানে গিয়ে একই নামে সার্চ করে একই থাম্বেলের ভিডিওটি ওপেন করবেন।
এই পর্যায়ে আপনাকে ভিডিওটি প্লে করতে হবে এবং সম্পুর্ণ দেখতে হবে পাশাপাশি চ্যানেলটি সাবক্রাইবও করতে হবে।
এই পর্যায়ে এসে অনেকে ধারণা করছে যে, “আমি পুরো ভিডিও না দেখলাম তাকে কি হবে?” আসলে এখানেই মূল কেস। আপনাকে অবশ্যই দেখতে হবে, কেননা ভিডিওতে কোন কোন স্থানে লাইক করতে বলা হয়েছে বা কোন সময়ে সাবস্ক্রাইব করতে বলা হয়েছে সেটা নোটডাউন করতে হবে এবং সেটা Work up job সাইটে সাবমিট করতে হবে। তাহলেই আপনার কাজ হয়েছে বলে গণ্য করা হবে।
Note: আপনাকে অবশ্যই ভিডিও প্লে করেছেন সেটার একটা স্কিনশট নিতে হবে। এবং সেটা সাইটে সাবমিট করতে হবে।
২য় স্টেপ
যেমনটা বলছিলাম, এই পর্যায়ে পুনরায় ওয়েবসাইটে চলে যান এবং সেখানে একটি ফরম আসবে যেটা পূরণ করবেন। সে ফরমের থাকবে SUBMIT REQUIRED WORK PROVE লিখিত একটি বক্স যেখানে কোন কোন সময়ে লাইক আর সাবস্ক্রাইব বাটন দেখানো হয়েছে সেই সময় উল্লেখ্য করুন। এটা যদি ভুল হয় তবে আপনার পেমেন্টে সমস্যা হবে।
এরপর নিচে দেখতে পারবেন আরেক স্থানে স্ক্রিনশট আপলোড করতে বলা হচ্ছে, সেখানে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেটা আপলোড করে দিন। ব্যাস আপনার Task পূরণ হলো।
Work Up Job সাইট থেকে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা টাকা কিভাবে তুলবেন?
কাজ করার পর নয় বরং কাজ করার আগেই জেনে নেয়া উচিৎ কাজের রেভিনিউ কিভাবে ও কত পাবেন। তাহলে কাজের উদ্দীপনা ও উৎসাহ বাড়ে। তো যাই হোক, পেমেন্ট গ্রহনের আগে অবশ্যই আপ্নকে প্রোফাইলটি কমপ্লিট করতে বলা হবে।
ড্যাশবোর্ড থেকে উপরের ডান পাশে প্রোফাইল অপশন দেয়া আছে, সেখানে ক্লিক করলে অনেক গুলো মেনু দেখা যাবে নিচের ছবিটির মতন।
প্রথম অপশনটি প্রোফাইল সেট করার, সেখানে আপনার নাম, ছবির পাশাপাশি আজকে কতটা কাজ করেছেন, মোট কতটা কাজ করেছেন, তার একটা Summery এখানে দেখানো হবে। মোট কথা আপনার একটিভিটিসের খুটিনাটি এখানে সব দেখতে পারবেন পাশাপাশি আপনার নাম, পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারবেন। এবার আসুন জেনে নেই পেমেন্ট উত্তোলনের বিষয়ে।
পেমেন্ট উত্তোলন করতে সেই আবার ড্যাশবোর্ড থেকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে এবং যে ক্যাটাগরি গুলো দেখাবে মেনু অপশনে তার ২য় এ রয়েছে Wallet সেখানে ক্লিক করতে হবে।
এখানে আপনার মোট কত ব্যালেন্স রয়েছে তা দেখানো হবে, এবং এখান থেকে আরেকটু নিচে গেলেই দেখতে পারবেন উত্তোলনের অপশন।
এখানে কিছু উল্লেখ্য করার বিষয় রয়েছে তা হলো:
১) আপনার ব্যালেন্স মিনিমান ৩ ডলার হলে আপনি এখান থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
২) নগদ এর ক্ষেত্রে ৩০০ টাকা হলেই আপনি এখান থেকে টাকা তুলে নিতে পারবেন।
৩) আপনার যত টাকা আয় হবে তার ২০% এডমিনকে চার্জ হিসেবে দিতে হবে।
তো এই ছিলো ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করার উপায়, এখান থেকে আপনি যত ইচ্ছা তত টাকা ইনকাম করে নিতে পারেন।
পরিশেষে কিছু কথা
এই ছিলো ওভারল বিষয় ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করা সংক্রান্ত। আশা করি এবার আপনি জানতে পেরেছেন কিভাবে ইউটিউবে কোনো ভিডিও তৈরি না করেও ইউটিউব থেকে আয় করবেন, মানে ইউটিউব সাবস্ক্রাইব করে ইনকাম করবেন। ইউটিউবে আয় করা সংক্রান্ত আরো অন্যান্য উপায় সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইটের ইউটিউব ক্যাটাগরিটি অনুসরণ করুন। ধন্যবাদ।