ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করুন guide bangla 

Salim Mahamud

Updated on:

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ - ১০০০ টাকা আয় করুন
ভিডিও দেখে প্রতিদিন ৫০০ - ১০০০ টাকা আয় করুন

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করুন guide bangla 

অনেকেই জানতে চায়, ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করা কি সম্ভব? সম্ভব হলে উপায় কি? কিভাবে কেবল ভিডিও দেখে আয় করতে পারবো? আসলে বিষয়টি হচ্ছে প্রাথমিক দৃষ্টিতে ব্যাপারটা দেখলে অসম্ভব মনে হলেও গভির ভাবে দেখলে কেবল ভিডিও দেখে প্রতিদিন আয় করা সম্ভব কিছু নয়। আর আজ অনলাইনে টাকা ইনকাম ওয়েবসাইটে গভির দৃষ্টিকোণ থেকে দেখানোর চেষ্টা করবো যে, কিভাবে ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করবেন। চলুন শুরু করা যাক। 

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করা সম্ভব? 

প্রথমেই যে কনফিউশানটি ক্লিয়ার করে দেয়া প্রয়োজন মনে করছি সেটা হলো, অর্থ উপার্জন কখনই সহজ কোনো বিষয় না। আর ভিডিও দেখার মত সামান্য কাজ করে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা অব্দি ইনকাম করার চিন্তা করাও খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। তবে কোনো ভাবেই যে সম্ভব নয় তা নয়। এমন কিছু ইউনিক উপায় রয়েছে যা অনুসরণের মাধ্যমে এই সম্ভব কাজটাকেও ইজি বানিয়ে সম্ভব করা যায়। চলুন না, সে বিষয়েই জেনে নেই। 

আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে যদি কিছুটা বাড়তি আয়ের ব্যবস্থা করা যায় তবে সেখানে মন্দ হয় না। যেখানে আপনি আপনার অবসর সময়কে একটি লাভজনক উদ্যোগে পরিণত করতে পারেন সেখানে না করাটাই বরং বোকামি হবে। তবে এটাকে কোনো ভাবে ফুলটাইম কাজ বা প্রোফেশনাল ভাবে নেয়া যাবে না। 

এই ডিজিটাল যুগে, আয় করার জন্য অসংখ্য সুযোগ এসেছে, এবং ভিডিও দেখা হলো সবচেয়ে সহজলভ্য এবং বিনোদনমূলক পদ্ধতি গুলির মধ্যে একটি। তাই এই আর্টিকেলের উদ্দেশ্য হলো আপনাকে সেই পদ্ধতি গুলো জানানো যেগুলো অনুসরণ করে কেবল ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করতে পারেন। আপনি যে পেশা বা যে বয়সেরই হোন না কেন এটা আপনার জন্য করা সম্ভব। তবে আসুন দেখে নেই উপায় গুলো।   

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করার উপায় 

এই পর্যায়ে জানাবো সেসব উপায় সম্পর্কে যেগুলো অনুসরণের মাধ্যমে আপনিও ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করতে সক্ষম হবেন। আসলে প্রাথমিক ভাবে কথাটা এমন হলেও বাস্তবিক ভাবে কেবলই ভিডিও দেখে এতো টাকা আয় করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন পাশাপাশি আরো কিছু কার্যের। চলুন এক এক করে সেগুলো জেনে নেয়া যাক।

ভিডিও রিভিউ কন্টেন্ট তৈরি 

বর্তমানে ভিডিও এর উপর রিয়েকশন ভিডিও এর জনপ্রিয়তা বেশ বেড়েছে। বিশেষ করে টিকটক ভিডিও এর উপর করা রিয়েকশন ভিডিও গুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে থাকে। এখানে আপনাকে অন্য একটি ভিডিও দেখে আপনার রিয়েকশন প্রদান করতে হয়। রিয়েকশন ভিডিও গুলো ইউটিউব সহ সোসাল মিডিয়ায় পাবলিস্ট করে সেখানে মনিটাইজেশনের মাধ্যমে আয় করতে পারবেন। 

রিয়েকশন ভিডিও বিভিন্ন বিষয়ের উপর হতে পারে যেমন: 

  • গান
  • টিকটক ভিডিও
  • মুভির ট্রেইলার 
  • ফানি ভিডিও
  • শর্ট এডুকেশনাল ভিডিও ইত্যাদি 

পরিসংখ্যান অনুযায়ী, রিভিউ ভিডিও কন্টেন্টের প্রতিযোগিতা তুলনামূলক কম এবং যেহেতু ট্রেন্ডিং বিষয়ের উপর রিভিউ করা হয় তাই ট্রাফিকের সংখ্যাও মোটামোটি ভালো। এগুলোর মাধ্যমে আপনার নিজস্ব তৈরি একটি কন্টেন্ট হয়ে গেলো। আর এভাবেই ভিডিও দেখে এবং ভিডিও দেখার পর সেটায় রিয়েকশন দিয়ে ইনকাম করতে পারেন।  

ইউটিউব ভিডিও দেখে সামারি তৈরি

ভিডিও দেখে ইনকাম করার আরেকটি দারুন আইডিয়া হলো ইউটিউব ভিডিও দেখা। না, ইউটিউব থেকে ভিডিও দেখলে আপনাকে পে করা হবে না। কিন্তু আপনি ভিডিও দেখে সে ভিডিও এর সামারি তৈরি করতে পারবেন। এক্ষেত্রে সামারি করবেন লিখিত আকাড়ে। এমতাবস্থায় আপনার কাছে চলে আসবে একটা লিখিত আর্টিকেল নিদিষ্ট একটা বিষয়ের উপর। এই কন্টেন্টটি আপনি ব্লগ বা ওয়েবসাইটের পাবলিস্ট করে সেখান থেকে আয় করতে পারবেন। ব্লগ থেকে আয় করার নিয়ম কি, সেটা না জানা থাকলে লিংকে ক্লিক করে জেনে নিন। 

বিষয়টি হচ্ছে সরাসরি ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করতে না পারলেও, ভিডিও দেখা এবং তার সাথে আনুসাঙ্গিক কিছু কাজ করার মাধ্যমে আয়ের ব্যবস্থা করতে সক্ষম হবেন। তেমনই ইউটিউব ভিডিও দেখে সেখান থেকে আয় করতে পারবেন। 

পাশাপাশি এটা একটা হেল্পিং মূলক কাজ। অনেকেই আছে যাদের এসব বিষয়ে জানার আগ্রহ থাকে বা ভিডিও তৈরি করার জন্য হলেও এমন স্ক্রিপ খুজে থাকে। তাদের জন্যই আপনি ব্লগ বা ওয়েবসাইটের পাবলিস্ট করবেন এবং সেখান থেকেও আয় করবেন। 

অনলাইন সার্ভে সাইট ভিডিও দেখে আয় 

উপরে যে দুইটি উপায়ের কথা বলা হয়েছে সেখানে আপনাকে ভিডিও দেখার পাশাপাশি কিছু না কিছু কাজ করতে হবে এবং সেই কাজের মাধ্যমেই মূলত আয় হবে এমনটা বলা হয়েছে। সরাসরি ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করার কথা বলা হয়নি। তাহলে কি আসলেই ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করার উপায় নেই? সত্যি বলতে আছে কিন্তু প্রতিদিন যে ৫০০ থেকে ১০০০ টাকা আয় হবে এমনটা মোটেও না। আয়ের পরিমাণ তুলনামূলক কম হবে, কিন্তু কিছুটা হবে শিওর। এবার এমনই কিছু উপায় সম্পর্কে জানাচ্ছি। 

Workupjob.com

Work Up Job এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু ভিডিও দেখে আয় করতে পারবেন এবং ভিডিও দেখার পাশাপাশি অন্য কোনো কাজ করতে হবে না। তাহলে এই সাইটটি কিভাবে কাজ করে? বা কিভাবে এখান থেকে আয় করবেন সে ব্যাপারে বলা হোক। এক্ষেত্রে করণীয় হলো:

১) প্রথমেই সেখানে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। একাউন্ট তৈরি করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখানে থাকা লগিন অপশনে ক্লিক করে সাইন আপ এর কাজ সেড়ে ফেলুন। সাইন আপ করার জন্য গুগল একাউন্ট ব্যবহার করতে পারেন। 

২) একাউন্ট খোলার ক্ষেত্রে আপনার নামের পাশে অবশ্যই নাম্বার ব্যবহার করতে হবে। যেমন: YouName123 এবং শক্তপক্ত একটা পাসওয়ার্ড সেট করে নিন। এটুকু হয়ে গেলে একাউন্টে লগিন করুন। এবং ড্যাশবোর্ডে পৌছে যান। 

৩) এবার দেখার বিষয় যে, কিভাবে ভিডিও দেখে প্রতিদিন আয় করবেন। এর জন্য প্রবেশ করুন ড্যাশবোর্ডে এবং সেখানে কাজের অপশন থাকবে। সেখানে কাজের বিবরণ দেয়া থাকবে। কাজ গুলো হলো: ভিডিও দেখা, সাবস্ক্রাইব করা, লাইক দেয়া, কমেন্ট করা ইত্যাদি। আর এসবের মাধ্যমেই আপানার আর্নিং হবে। 

আর সবচেয়ে বড় বিষয় হলো এখান থেকে আপনার যত টাকা ইনকাম হবে সেটা বিকাশের মাধ্যমে পেমেন্ট দেয়া হবে। তাই এখান থেকে নিশ্চিন্তে ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করুন। মনে রাখবেন যত বেশি সময় দিবেন তত বেশি আয় হবে। এখানে কিছুই ফিক্সড না। 

Swagbucks

ভিডিও দেখে আয় করার আরেকটি সাইট হলো Swagbucks এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে শুধু ভিডিও ই না বরং আরো অনেক ছোট ছোট কাজ করার মাধ্যমে আয় করার সুযোগ থাকে। অনলাইন জগতে এই ওয়েবসাইট বেশ পরিচিত কেননা, দীর্ঘ অনেক বছর ধরে অনেক মানুষ এখানে কাজ করছে।

এখানেও কাজ করতে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এবং কিভাবে Swagbucks থেকে আয় করবেন তার প্রতিটি ডিটেইলস তথ্য যদি জানতে চান তবে এখানে ক্লিক করে তার বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। 

Swagbucks এর উপার্জন SB (Swagbucks পয়েন্ট) এ পরিমাপ করা হয়। SB-এর মান একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সমতুল্য, সাধারণত কয়েক সেন্ট থেকে কয়েক ডলার পর্যন্ত। আপনার বেছে নেওয়া রিডেম্পশন অপশনের উপর নির্ভর করে সঠিক রূপান্তর হার পরিবর্তিত হতে পারে।

বর্তমানের রেট অনুযায়ী ১০০ SB  তে ১ ডলার ধরা হয়ে থাকে [১] তারমানে আপনি যদি ১০০ এসবি অর্জন করেন তাহলে আপনার মোট ব্যালেন্স কনভার্ট হবে ১ ডলার। তাহলে বুজতে পারছেন এখানে কাজ করতে আপনাকে প্রচুর পরিমাণের কাজ করার মানসিকতা রাখতে হবে। সম্পূর্ণটা না হলেও কিছুটা আয় এখান থেকে করা সম্ভব। 

Neobux.com

Neobux.com হল একটি অনলাইন প্ল্যাটফর্ম যা একটি পেইড-টু-ক্লিক (PTC) ওয়েবসাইট হিসেবে কাজ করে। এটি 2008 সালে চালু হয়েছিল এবং এটি পর্তুগালে অবস্থিত। Neobux ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখে এবং বিভিন্ন কাজ সম্পন্ন করে অর্থ উপার্জন করতে দেয়। এটি একটি ব্যবসায়িক মডেল অনুসরণ করে যেখানে বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপন প্রদর্শনের জন্য Neobux-কে অর্থ প্রদান করে, এবং সেই অর্থপ্রদানের একটি অংশ সেই বিজ্ঞাপনগুলি দেখেন এমন ব্যবহারকারীদের সাথে ভাগ করা হয়। 

এর আগে বলা সাইটটির মতই এখানেও ভিডিও দেখে আয় করার সুযোগ রয়েছে। পাশাপাশি আপনি চাইলে সাইটে থাকা অন্যান্য ছোট কাজ গুলো করে আয়ের পরিমান বাড়াতে পারেন। আর এখান থেকে পেমেন্ট গ্রহন করতে চাইলে অবশ্যই ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে হবে। তাছাড়া ঠিক কোন পদ্ধতিতে কাজ করে Neobux থেকে আয় করতে পারবেন তার বিস্তারিত বলা আছে এই আর্টিকেলটিতে। তাই অবশ্যই বিস্তারিত আর্টিকেলটি পড়ুন আর কাজে লেগে যান। 

Ysense

ভিডিও দেখে আয় করার আরেকটি দারুন সাইট হলো Ysense কেননা এখানে বিজ্ঞাপনদাতারা তাদের পণ্য বা সেবার প্রচারের জন্য Ysense কে অর্থ প্রদান করে এবং Ysense সেই আয়ের একটি অংশ তার ইউজারদের সাথে শেয়ার করে যারা বিজ্ঞাপন বা এড দেখে থাকে। তাছাড়া রয়েছে আরো অন্যান্য কাজ যেমন –  

  • ভিডিও এড দেখা
  • সার্ভে নেওয়া
  • পেইড অফারে অংশ নেওয়া
  • গেম খেলা 
  • referrals বা affiliate marketing

এসবের মাধ্যমেও আপনি আপনার আয় আরো বাড়িয়ে তুলতে পারেন। এখানে ক্লিক করে আপনিও Ysense থেকে আয় করার পদ্ধতির পাশাপাশি কিভাবে একাউন্ট খুলবেন ও কাজ শুরু করবেন সে বিষয়ে জানতে পারবেন। 

ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করা সংক্রান্ত প্রশ্ন ও উত্তর 

১) কেবল ভিডিও দেখে প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা আয় করা যাবে?

সত্যি কথা বলতে না, তবে কাছাকাছি পরিমাণের সম্ভব। কিভাবে সেটা আর্টিকেলে বিস্তারিত জানিয়ে দিয়েছি। 

২) ভিডিও দেখে আয় করে বিকাশে পেমেন্ট নেয়া যাবে?

এটা নির্ভর করবে আপনি কোন প্ল্যাটফর্মে ভিডিও দেখার কাজটি করছেন। প্ল্যাটফর্মটি যদি বাংলাদেশি হয় তবে হ্যাঁ পারবেন। আর যদি আন্তর্জাতিক পর্যায়ের হয় তবে সম্ভব হবে না। তখন পেমেন্ট গ্রহনে অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হবে। 

পরিশেষে কিছু কথা 

তো এই ছিলো ভিডিও দেখে প্রতিদিন ৫০০ – ১০০০ টাকা আয় করার উপায় ও বাংলাতে যথাযথ গাইডলাইন। এখানে যে কথা বলা হয়েছে তা একদম যথাযথ এবং তথ্য গুলো কোনো ভাবে মিথ্যাকে আকড়ে ধরে সাজ্জিত নয়। সত্যি এটাই যে, কেবল ভিডিও দেখে প্রতিদিনই আয় করা সম্ভব নয়, তবে এই কাজটাকে যদি একটু ইউনিক ভাবে করা যায় তবে এখান থেকে কেবল ৫০০ থেকে ১০০০ ই নয় বরং এর থেকেও বেশি আয় করা সম্ভব। এমনই আয়ের আরো অনেক অনেক উপায় জানতে বুজতে এবং আয় করতে অনুসরণ করুন “Online Taka Income” ওয়েবসাইটটি। ধন্যবাদ।