অনলাইনে ইনকাম করার অনেক সাইট রয়েছে তবে পেমেন্ট ঝামেলার কারণে অনেকেই কাজ করতে আগ্রহ হারিয়ে পেলে। আজ এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিবো বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট এর সাথে যেগুলোতে কাজ করে আপনি আয় করতে পারেন ঘরে বসে অনলাইনে। তবে একটা কথা মনে রাখতে হবে,অনলাইনে কাজ করে রাতারাতি কোটিপতি হাওয়ার সুযোগ নেই।
বর্তমানে অসংখ্য মাধ্যম আছে অনলাইনে যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। সেরকম কিছু বিশ্বস্ত অনলাইন সাইটগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চলুন শুরু করা যাক…
বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইটের পরিচয়
১) সার্ভে বা মতামত শেয়ার
ইন্টারনেট থেকে ইনকামের একটি দারুন উপায় হলো অনলাইন সার্ভে। সার্ভেতে অংশ নিয়ে খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। অনলাইন থেকে আয় করার জন্য বিভিন্ন ধরনের কাজ থাকলেও বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ কাজ রয়েছে সার্ভে। এরকম কিছু বিশ্বস্ত সাইটের নাম নিচে দেওয়া হলো- ySense,Google Opinion Rewards,Poll Pay,Swagbucks
সার্ভে সম্পূর্ণ করে তাড়াতাড়ি অধিক ইনকাম করা সম্ভব। যদি আপনার কাছে এন্ড্রয়েড মোবাইল অথবা কম্পিউটার ডিভাইস থাকে তবে সবচেয়ে ভালো হয়। কারণ এগুলোতে বেশ কয়েকটি আরো ধাপ অতিক্রম করতে হয় এবং তারপরে সার্ভে করতে হয়।
২) ওয়েবসাইট টেস্ট করার মাধ্যমে
অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট টেস্ট করে আপনি ইনকাম করতে পারেন। ওয়েবসাইট ভিজিট করে ওয়েবসাইটগুলি কিছু সময় ধরে ঘাটাঘাটি করার পর সেগুলোর ভুলত্রুটি সম্পর্কে ডেভেলপারদের সহায়তা করলে আপনি সহজেই বেশ কিছু টাকা আয় করতে পারবেন। এরকম কিছু ইনকাম সাইট হলো – Enroll, UseTesting, এবং TestingTime
আপনাকে একটি ওয়েবসাইটের যে যে বিষয়গুলো টেস্ট করে রিভিউ দিতে হতে পারে –
প্রথমত ফাংশনালিটি টেস্টিং, দ্বিতীয়ত ইউসেবিলিটি,তৃতীয়ত ইন্টারফেস টেস্টিং, ডেটাবেস, কম্পিটেবিলিটি টেস্টিং, পারফরমেন্স টেস্টিং সহ আরো বিভিন্ন ধরনের টেস্টিং রয়েছে।
৩) পিটিসি (PTC) সাইট থেকে ইনকাম
আপনি চাইলে অ্যাডে ক্লিক করে অনলাইনে অর্থ উপার্জন করতে পারেন। এই সাইটগুলি রেফারেন্স প্রোভাইডের মাধ্যমে আপনাকে টাকা ইনকাম করতে সাহায্য করবে। এরকম কিছু বিশ্বস্ত সাইট হলো
- NeoBux
- BuxP
আপনি PTC অ্যাড অর্থাৎ paid to click বিজ্ঞাপন দেখে আয় করতে পারবেন। পিটিসি সাইটগুলো আপনাকে বিভিন্ন ধরনের কাজ দিবে। যেমন: অ্যাপস ডাউনলোড,ওয়েবসাইট ভিজিট,এড এ ক্লিক করা ইত্যাদিএবং সেই কাজগুলো করার মাধ্যমে আপনাকে কিছু পরিমাণ টাকা দিবে।
৪) ভিডিও দেখে ইনকাম সাইট
মাত্র কয়েকটি শর্ট ভিডিও দেখেও অনলাইনে টাকা ইনকাম করতে পারেন। এর জন্য আপনি রিসার্চ ফার্ম Nielson-এর সাহায্য নিতে পারেন। তাছাড়া InboxDollars-ও আপনাকে ভিডিও দেখার জন্য পে করে থাকে।
৫) গেম খেলার মাধ্যমে ইনকাম
মূলত গেম খেলে টাকা ইনকামের বেশ কয়েকটি জনপ্রিয় উপায় রয়েছে। এদের মধ্যে একটি হচ্ছে গেমিং অ্যাপস এর সাহায্যে টাকা ইনকাম। গেইম খেলে এই সকল ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। উল্লেখযোগ্য কয়েকটি সাইট হল
- Mistplay,
- Lucktastic,
- Swagbucks
- Second Life
এর মধ্যে কিছু সাইট PayPal বা গিফট কার্ডের আকারে আপনাকে পেমেন্ট করবে।
৬) ছবি সেল করে ইনকাম সাইট
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ছবি তুলতে ভালোবাসেন অনেকেই। কেমন হবে আপনার ভালো লাগার উৎস যদি উপার্জনের মাধ্যম হয়?যদি আপনার সংগ্রহে আকর্ষণীয় কিছু ছবি থেকে থাকে তাহলে আপনি সেই ছবি স্টক ফটোগ্রাফি ওয়েবসাইটে বিক্রি করে ইনকাম করতে পারেন। আপনি Getty Images, Shutterstock-এর মতো জনপ্রিয় স্টক ফটোগ্রাফি সাইটগুলিতে ছবি আপলোড করতে পারেন। সাইট থেকে আপনার ফটোগুলি বিক্রি হওয়া মাত্রই তারা আপনার কাছে টাকা পাঠিয়ে দেবে।
শেষকথা
অনলাইনে আয় করার নানা সুযোগ থাকলেও কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার মুখে পড়তে হতে পারে।কেননা, এমন অনেক ওয়েবসাইট আছে যেগুলিতে কাজ করার পর পেমেন্ট করা হয়না। তবে আশা করি উপরে উল্লেখিত বিশ্বস্ত সাইট গুলো থেকে আপনি চাইলে ইনকাম করতে পারেন।