–
দিনে ৫০০ টাকা ইনকাম করার উপায়
–
দিনে ৫০০ টাকা ইনকাম করা মানে মাসে ১৫ হাজার টাকা, আর এমন অনেক কাজ রয়েছে যা করে মাসে ১৫ টাকা অনায়াসেই ইনকাম করা যায়। তবে এখানে চ্যালেঞ্জিং ব্যাপার হলো Daily 500 taka income করার স্পেসিফিক উপায় গুলো। স্বাভাবিক ভাবে হয় যে, একটা মাসিক জব করলে মাস শেষে ১৫ হাজার টাকা তো দিয়ে দিবে বাট Daily 500 taka income করার ফিলিংস সেখানে থাকে না।
তাই Online Taka Income ওয়েবসাইটের এবারের আর্টিকেলে জানাবো “দিনে ৫০০ টাকা ইনকাম করার উপায়” সমূহ। পাশাপাশি থাকবে সেসব উপায় অবলম্বন করে আয় করার ক্ষেত্রে সঠিক নির্দেশনা।
Daily 500 taka income
অনলাইনে ইনকাম সম্পর্কে অনেকেই জানতে চান। বিশেষত শিক্ষিত বেকার গোষ্ঠীর মাঝে এই উপায়ের ইনকাম করার আগ্রহ প্রচুর। তাদের কথা ও আগ্রহী আরও অন্যান্য সকলের কথা মাথায় রেখেই আজকের এই আর্টিকেলে আমরা জানবো দিনে ৫০০ টাকা ইনকাম করার উপায় সম্পর্কে।
৬ টি কাজে দিনে ৫০০ টাকা ইনকাম করার উপায়
এখানে একেক করে ধাপে ধাপে ৬ টি ভিন্ন ভিন্ন উপায় সম্পর্কে জানাবো যেগুলো করলে মাসে ১৫ হাজার মানে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
YouTube (ইউটিউব)
ইউটিউব হতে পারে আপনার এই সপ্ন যাত্রার সঙ্গী। ইউটিউবের মাধ্যমে লক্ষ, কোটি মানুষ তাদের জীবন যাত্রায় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। আমাদের দেশের অনেক বেকার যুবক আজ এর মাধ্যমে সাবলম্বী। ইউটিউব থেকে দিনে ৫০০ টাকা ইনকাম করার পদ্ধতি:
চ্যানেল মনিটাইজ করে আয়: ইউটিউব নিজের ব্যাক্তিগত চ্যানেল খুলে সেই চ্যানেল মনিটাইজ করে নিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম করা যাবে। এক্ষেত্রে ভিডিও ভিউজ ও কোন দেশের দর্শক দেখতে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রোডাক্ট সেলিং করে আয়: ইউটিউবে আপনি যেকোনো পণ্য সেল করেও দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। আপনার অলরেডি যদি পণ্য বিক্রয়ের দোকান, শোরুম থেকে থাকে তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিক্রি বৃদ্ধি পাবে। আর যদি নতুন এক্ষেত্রে আপনার পণ্যটির চাহিনা, গুণগত মান, ভিডিও উপস্থাপন ভালো হতে হবে ও কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দিতে পারেন।
পেইড অ্যাড দেখিয়ে আয়: আপনার দেয়া ইউটিউব ভিডিওতে চাইলে পেইড এড প্রদর্শন করেও টাকা ইনকাম করতে পারেন। এক্ষেত্রে আপনি কোন কোম্পানির, কি ধরনের এড দেখিয়ে কত টাকা নিবেন, সে বিষয়ে উক্ত কোম্পানির সাথে চুক্তি করে নিতে পারেন। সে অনুপাতে আপনি নিজের ভিডিওতে তাদের অ্যাড বা বিজ্ঞাপন দেখাতে পারেন।
ইউটিউব শর্টস থেকে আয়: ইউটিউব থেকে আয়ের নতুন পদ্ধতি হচ্ছে ইউটিউব শর্টস. এর মাধ্যমে আপনি ১মিনিট বা এর চেয়ে কম সময়ের ছোট ছোট ভিডিও ক্লিপিং আপলোড দিয়ে আয় করতে সক্ষম হবেন। এর থেকেও আপনার দৈনিক ৫০০ টাকা বাবের বেশি আয় করা সম্ভব হবে।
তাছাড়া ইউটিউবিং কিভাবে শুরু করবেন, এবং ইউটিউব থেকে আয় করার প্রতিটি বিষয় সম্পর্কে আরো ডিটেইলস ভাবে জানতে অনুসরণ করুন আমাদের সাইটের Youtube নামক ক্যাটাগরিটি।
Website (ওয়েবসাইট)
নিজস্ব ওয়েবসাইট অনলাইন থেকে আয়ের আরেকটি ভালো মাধ্যম। ওয়েবসাইটের প্রচলন ইউটিউবের আগ থেকে। ওয়েবসাইটের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ওয়েবসাইট থেকেও দিনে ৫০০ টাকা আয় করা সম্ভব। কিভাবে আয় করা যাবে, আসুন জেনে নেই।
বিজ্ঞাপন দেখিয়ে আয়: ওয়েবসাইট থেকে আয়ের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা। বিজ্ঞাপনের মাধ্যমে ওয়েবসাইটের মালিক প্রতিদিন ৫০০ বা এর চেয়েও অনেক বেশি পরিমাণে অর্থ নিজের একাউন্ট জমা করতে পারে। বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিভিন্ন বিজ্ঞাপনী প্রতিষ্ঠান রয়েছে। যারা ওয়েবসাইট বিজ্ঞাপন দেখিয়ে টাকা দিয়ে থাকে। গুগল অ্যাডসেন্সের সবচেয়ে বড় বিজ্ঞাপনী সংস্থা।
এরকম আরও অনেক বিজ্ঞাপনটি সংস্থা ও প্রতিষ্ঠান রয়েছে যারা বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে নিজেরা অর্থ আয় করে তার থেকে রেভিনিউ share করে থাকে। তাই এদের মাধ্যমে নিজের ওয়েবসাইট বিজ্ঞাপন প্রচার করে কাঙ্ক্ষিত পরিমাণ টাকা উপার্জন করা যাবে।
পণ্য কেনা বেচার ওয়েবসাইট করে আয়: কেনা বেচা ওয়েবসাইট তৈরি করে সেখান থেকে কোটিপতি হবার প্রচুর ঘটনা রয়েছে। আমাদের নিজের পরিচিত বিক্রয় ডট কম ওয়েবসাইট একটি পণ্য কেনা বেচার ওয়েবসাইট। এরকম ওয়েবসাইট এ নতুন বা পুরাতন পণ্য গ্রাহকদের কাছে বিক্রয় করার মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করা যাবে। নিজস্ব পণ্য বিক্রয় করার ক্ষেত্রেও এ ধরনের ওয়েবসাইট ব্যাবহার করা যায়।
একজন বিগেনার হিসেবে ব্লগিং সংক্রান্ত বিষয় জানতে এবং ব্লগিং থেকে যে সকল উপায়ে আয় করা যায় তার প্রতিটি বিস্তারিত ভাবে জানতে আমাদের সাইটের Blogging ক্যাটাগরিটি অনুসরণ করুন।
Freelancing (ফ্রিল্যান্সিং)
ফ্রিল্যান্সিং বর্তমান বিশ্বের জনপ্রিয় একটি পেশা। ফ্রিল্যান্সিংয়ে শিক্ষিত বেকারদের আনাগুনা বেশি দেখা যায়। আবার এর বড় একটি অংশ নিজের আগ্রহ থেকে এই সেক্টরে ঝুঁকে পরে।
বাংলাদেশেও ফ্রিল্যান্সিং সেক্টরে প্রচুর যুবক যুবতী কাজ করছে। ফ্রিল্যান্সিংয়ে মাধ্যমে দেশ বিদেশ থেকে বেশ বড় বড় কাজের অফার পেয়ে তা করে দিয়ে দৈনিক ৫০০ থেকে শুরু করে ৫,০০০-১০,০০০ টাকাও আয় করে থাকে।
এই সেক্টরে কাজের জন্য দক্ষতা সবচেয়ে বড় পুঁজি। কেননা, এ ক্ষেত্রে দক্ষ না হলে আয় করা যাবেনা। ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে তাই দক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে।
ফ্রিল্যান্সিং কাজের মাঝে রয়েছে, ওয়েবসাইট তৈরি ও ডিজাইন, অ্যানিমেশন তৈরি, কনটেন্ট তৈরি, টাইপিং, গ্রাফিক্স, কপি রাইটিং, ডিজিটাল সার্ভিস ইত্যাদি। আর এইসব কাজ পাবার জন্য ফ্রিল্যান্সার দের ও নিয়মকারিদের মিলবন্ধন করেছে নানা ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। সেখান থেকে নিজের স্কিলের উপর কাজ পাওয়া যায়।
যে সকল দক্ষতার উপর নির্ভর করে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলা যায় সেসকল দক্ষতা সম্পর্কে জানতে ও টিউটরিয়াল এর মাধ্যমে আয়ের ব্যবসা শিথিল করতে Course ক্যাটাগরিটি অনুসরণ করুন।
Facebook (ফেসবুক)
অবসর সময়ে আমাদের বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকের সহায়তায় আমরা বেশ ভালো পরিমাণ অর্থ আয় করতে পারি। অর্থ আয় করার জন্য ফেসবুক নিয়ে এসে নানান ফিচারস। ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে উদ্বুদ্ধ হয়ে ফেসবুকের এই সুবিধা নিয়ে হাজির হয়েছে। এর ফলে আমাদের জন্য আয়ের আরেকটি প্ল্যাটফর্ম উন্মুক্ত হয়ে গেছে।
ফেসবুক থেকে আয়ের মাধ্যম এর সাথে ইউটিউব থেকে আয়ের মাধ্যমের মিল অনেক। ফেসবুক থেকে আয়ের মাধ্যম গুলো হচ্ছে:-
ভিডিও প্রদান করে আয়: ভিডিও প্রদান করে আয় ফেসবুক থেকে আয়ের সবচেয়ে বড় মাধ্যম। ফেসবুকের পেজ খুলে সেখানে ভিডিও প্রদান করে দৈনিক ৫০০ টাকা বা তারাও বেশি আয় করা সম্ভব। এক্ষেত্রে ভিডিও ইউনিক, আকর্ষণীয়, তথ্যবহুল হলে অনেক বেশি বেশি আয় হয়।
Reels থেকে আয়: ফেসবুকের reels ইউটিউবের শর্টস এর মতন। ১ মিনিটের ছোট ছোট ক্লিপিং আপলোড করে সেখান থেকে ভিভস এর উপর অর্থ প্রদান করা হয়। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় earning method এর মধ্যে Facebook Reels রয়েছে।
ইনস্ট্যান্ট আর্টিকেল: ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল যদিও খুব বেশি পরিমান ব্যাক্তি বা প্রতিষ্ঠান ব্যাবহার করেনা তবুও এ থেকে ভালো আয় হয়। ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে ব্যাক্তি বা প্রতিষ্ঠান ভালো পরিমাণে অর্থ আয় করতে পারবে। যা দিনে ৫০০ টাকা আয়ের চেয়েও বেশি হবে।
আরো জানুন: ফেসবুক থেকে আয় করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য
Content Writing (কনটেন্ট রাইটিং)
কন্টেন্ট রাইটিং করে আয় করা বর্তমান সময়ে অনেক বেশি সহজ। ব্যাক্তি, প্রতিষ্ঠানের জন্য অনলাইনে বা অফলাইনে কনটেন্ট রাইটিং করে আয় করা যায়। এই সেক্টরে শিক্ষিত, সৃজনশীল নারী পুরুষের আনাগোনা।
কন্টেন্ট রাইটিং আসলে নানা ধরনের হয়ে থাকে। কখনও কোন প্রতিষ্ঠানের জন্য কনটেন্ট লিখে তৈরি করে দেয়া তো কখনও অনলাইনে থাকা নানা চ্যানেল, ওয়েবসাইটের জন্য কনটেন্ট রাইটিং করা। বহুমাত্রিক সুযোগ ও সৃজনশীলতার স্বাক্ষর কনটেন্ট কে জনপ্রিয়তা এনে দেয়।
কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ইংরেজি ভাষার দক্ষতা বিশেষ প্রয়োজন। কেননা এর ফলে প্রচুর পরিমাণে কাজ পাওয়া যায়, কাজ করতে সুবিধা হয়, মার্কেটপ্লেস বড় হয়, নানা রেফারেন্স এর সৎ ব্যাবহার করা যায়। কন্টেন্ট রাইটিং করে দেশি বিদেশি ব্যাক্তি ও প্রতিষ্ঠান থেকে দৈনিক ৫০০ থেকে আরও অনেক বেশি আয় করা সম্ভব।
আরো জানুন: কন্টেন্ট রাইটিং শেখার ও কন্টেন্ট রাইটিং থেকে আয় করার গোপন টিপস।
Paid Survey (পেইড সার্ভে)
Paid Survey হচ্ছে সার্ভে করারই একটি ভিন্ন ভার্সন। বিদেশি প্রতিষ্ঠানের পণ্য সার্ভে করার জন্য প্রিমিয়াম ভিপিএন ও অন্যান্য কিছু বিষয়ে খরচ করতে হয়। এরপর পেইড সার্ভে করে ভালো পরিমাণ অর্থ আয় করা যায়।
পেইড সার্ভের ফলাফল অনুসরণ করে বিশ্বের বিখ্যাত ব্যাবসায়িক প্রতিষ্ঠান তাদের পণ্যের পরিবর্তন, পরিমার্জন, সংযোজন, বিয়োজন করে থাকে। অর্থাৎ, এই সার্ভে ভোগ্য পণ্যের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
সার্ভে করে ঘর সংসার চালানো মানুষের ও দেখা পাওয়া যাবে। বিদেশি পণ্যের সার্ভে করতে সঠিক ব্যাক্তি, প্রতিষ্ঠানের মাধ্যমে দিক নির্দেশনা নিয়ে সার্ভে করতে হয়। নাহলে অনেকসময় টাকা হারানোর ঝুঁকি থাকে।
অনলাইনে বিভিন্ন কাজের পাশাপাশি সার্ভে করে আয় করার উপায় ও সাইট গুলো সম্পর্কে আরো বিস্তারিত তথ্যের জন্য Online Taka Income ওয়েবসাইটের Online Earning Site ক্যাটাগরিটি অনুসরণ করুন।
পরিশেষে কিছু কথা
বর্তমান প্রযুক্তির যুগে আয় করা আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। মাধ্যম হাতের নাগালে হওয়ায় ইচ্ছা শক্তি, মনোবল, পরিশ্রম করলে দিনে ৫০০ – ১০০০ হাজার টাকা ইনকাম করা যায়। এখন কেবল সময়কে কাজে লাগিয়ে নিজের সাফল্য লাভের অগ্র যাত্রা শুরু করতে হবে। সাফল্য ও অর্থ, দুটোয় সময়ের সাথে হতে এসে ধরা দিবে। সে ধারাবাহিকতায় আমরা চেষ্টা করছি আয় করার সর্বোত্তম উপায় গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। আর তাই তো আমাদের এবারের আর্টিকেলের বিষয় বস্তু ছিলো দিনে ৫০০ টাকা ইনকাম করার উপায় সমূহ। আশা করি বেশ কিছু তথ্য পেয়েছেন এই আর্টিকেলটি থেকে। এমনই অসংখ্য আয়ের উৎস সম্পর্কে জানতে অনুসরণ করুন Online Taka Income ওয়েবসাইটটি।